১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিবেদক:
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন চরগজারিয়ার অদূরে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার চর আলগী এলাকার মো. ইসমাইলের ছেলে মো. এরশাদ (২৬), সাহাবউদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (২১), মো. দুলালের ছেলে মো. রায়হান (২৫), আনারুল হকের ছেলে মো. হেলাল(৩৫), আবদুল মুকিতের ছেলে মো. আবদুল মোতালেব (২৭), মুকবুল আহমদের ছেলে মো. দুলাল (৪০), নোয়াখালীর সুবর্নচর উপজেলার জাহাজমারা এলাকার এজাহার আহমদের ছেলে মো. সিরাজ (৩৫), খুরশিদ আহমদের ছেলে নুর আলম(২৬) ও আবুল খায়েরের ছেলে মো. হানিফ (৪১)।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ