নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের দৌলতপুরে প্রতারণার মামলায় যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। শনিবার গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

