২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৯

চেক জালিয়াতি মামলায় মানিকগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের দৌলতপুরে প্রতারণার মামলায় যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। শনিবার গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ