২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৭

শপথ নিলেন এমানুয়েল ম্যাক্রোন

নেপোলিয়ন বোনাপার্টের পরে সবচেয়ে কম বয়সে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন এমানুয়েল ম্যাক্রোন। দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় সময় ফরাসি সমাজে যে বিভেদ দেখা গিয়েছে সেটা কাটিয়ে উঠতে তিনি কাজ করবেন।
গত ৭ মে’র নির্বাচনী অতি কট্টরপন্থী ও ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী মেরি লি পেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী ম্যাক্রোন। দায়িত্ব নেয়ার পর দেয়া ভাষণে ম্যাক্রোন বলেন, আমাদের সমাজে বিদ্যমান বিভেদগুলো অবশ্যই আমাদের কাটিয়ে উঠতে হবে। বিশ্ব এবং ইউরোপকে ফ্রান্সের প্রয়োজন, এবং একটি শক্তিশালী ফ্রান্সের যে স্বাধীনতা ও ঐক্যের কথা জোর গলায় উচ্চারণ করে।
ম্যাক্রোন বলেন, তার প্রশাসন শ্রমিক বাজারকে আরো স্থিতিশীল করে তোলা হবে। বাণিজ্য বান্ধব পরিস্থিতি গড়ে তোলা হবে যা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে সহায়তা করবে। উদ্ভাবন হবে তার প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য।

এম/এম / সময়: ১৭: ০০

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ