অনলাইন প্রতিবেদন:
পিতৃহত্যার জন্য আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা একটি রক্তাক্ত প্রতিশোধের হুমকি দিয়েছে। একজন এফবিআই এজেন্টের বরাত দিয়ে এ খবর জানা গেছে।
বর্তমানে ২৮ বছর বয়সী হামজা গত কয়েকদিনে দুটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওগুলোতে সে জানায়, তার বাবা যেখানে শেষ হয়েছিলেন, ঠিক সেখান থেকেই তিনি শুরু করনতে যাচ্ছেন।
ভিডিও বার্তায় হামজা উচ্চারণ করে, ‘আমেরিকার জনগণ আমরা আসছি এবং তোমরা এটা অনুভব করতে পারবে শীঘ্রই।’
উদীয়মান তারকা হিসেবে হামজার ছবি প্রায় সময়ই আল-কায়েদার পোস্টারে ব্যাবহৃত হয়। এসব ছবিতে দেখা যায়, ছোট্ট হামজা একটি কলাশনিকভ রাইফেল হাতে নিয়ে তার বাবা লাদেনের পাশে অবস্থান করছে।
এফবিআই এজেন্ট আলি সওফান বলেন, ‘বিস্ময়করভাবে হামজা তার বাবার একেবারে প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক ভিডিও বার্তায় হামজা যেভাবে তার বক্তব্য দিয়েছে তা যেন অবিকল তার বাবার মতোই। বাক্য বিন্যাস, কথা বলার স্টাইল সবই লাদেনের মতো।’
যুক্তরাষ্ট্রের স্ট্যাট ডিপার্টমেন্ট এ বছরের শুরুতেই তৈরী সন্ত্রাসী তালিকায় হামজার নামটিকে লিপিবদ্ধ করেছে।
এম/এম / সময়: ১৬: ৫৪