১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫১

নড়াইলের লক্ষ্মীপাশায় ১০ হাজার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে ১০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ঝিকড়া, কুচিয়াবাড়ি, আমাদা, বাঁকা, বয়রা, নওরাসহ বিভিন্ন সড়কের দুই পাশে এ চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, ইউপি সচিব রেজাউল করিম, মেম্বার ওমর শেখ, জিরু কাজী, রবিউল ইসলাম, রেজাউল হক, হাদিয়ার মল্লিক, আব্দুল আহাদ প্রমুখ।

লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন বলেন, ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার চারা রোপনের পাশাপাশি প্রতিটি চারায় একটি করে বাঁশের খুঁটি দেয়া হয়েছে। যাতে করে চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। এই চারাগুলো পরিচর্যার জন্য এলাকার বিভিন্ন পেশার মানুষ সম্পৃক্ত আছেন। চারাগুলো বড় হয়ে উঠলে নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়ন সবুজ-শ্যামলে ভরে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও ভূমিকা রাখবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ