১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

ইসির সংলাপ ফের শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

এক সপ্তাহ বিরতির পর আগামীকাল সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ, বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলন অংশ নেবে। প্রধান নির্বাচন কমিশনার খান. মো. নূরুল হুদা এ সংলাপে সভাপতিত্ব করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন এই সংলাপের আয়োজন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকাসহ নির্বাচনী বিধি-বিধান এই সংলাপের বিষয়বস্তু হিসেবে নির্বাচিত রয়েছে। রাজনৈতিক দলের পাশাপাশি এরআগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসে ইসি।

গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ সংলাপ চলতি মাসেই শেষ হবে। এতে নিবন্ধিত ৪০টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে দেড় ডজনের বেশি দলের সঙ্গে শেষ হয়েছে কমিশনের মতবিনিময়। বাকি দলগুলোর সঙ্গে সংলাপ হবে আগামীকাল থেকে। ৪ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকাল তিনটায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি); ৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকাল তিনটায় জাকের পার্টি এবং ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিকাল তিনটায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপে অংশ নেবে; যা ইসি থেকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে। এরপর ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট, বিকাল তিনটায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকাল তিনটায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইসির সংলাপে বসার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ