সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জিল্লুর রহমান (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। রোববার ভোরে মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া স্কুলপাড়া গ্রামে ঘরের আড়ার (ধর্না) সাথে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকাল ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জিল্লুর রহমান তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া স্কুলপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আসিক জানান, দীর্ঘদিন হলো কৃষক জিল্লুর রহমান মানসিক রোগে ভুগছিলেন। এলাকার একটি জমি বেচাকেনাকে কেন্দ্র করে এক ব্যক্তির সাথে কৃষক জিল্লুর রহমানের বিরোধ চলছিল। কিছু দিন আগে জিল্লুর রহমানকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কয়েকদিন হলো তাকে বাড়িতে আনা হয়েছে।
শনিবার রাতে জিল্লুর ঘুমাতে যায়। পরে সকালে তার নিজ ঘরে গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

