১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী মো. আজিম। শনিবার দিবাগত রাতে উপজেলার চরআমান উল্যাপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।  নুর জাহান একই ইউনিয়নের নাছির ব্যাপারী বাড়ির আজিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আজিম ও তার স্ত্রী নুর জাহানের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ ঝগড়ার এক পর্যায়ে আজিম উত্তেজিত হয়ে স্ত্রী নুর জাহানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে রাতেই বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় নুর জাহানকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ