আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদস্যপদ লাভ করায় তুরস্ক ফিলিস্তিনকে অভিনন্দন জানিয়েছে। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়। এর আগে ইসরাইলের চরম বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয় ইন্টারপোল।
তুকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংগঠনের ৮৬তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি।’ গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে সাধারণ অবিবেশন হয়।
বুধবার দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কূটনীতিক শাখা সদস্যপদ লাভের বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের ৭৫ শতাংশের বেশি ভোট পেয়ে দেশটি ইন্টারপোলের পূর্ণ সদস্যপদ লাভ করেছে।
তুরস্কের ওই বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে ফিলিস্তিন রাষ্ট্রের যোগ্যতা অনুযায়ী সদস্যপদ লাভে আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে।
দৈনিকদেশজনতা/ আই সি