১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

জামায়াতের ৮ নেতার ৬ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

ধানীর কদমতলী থেকে আটক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইয়া ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৮ নেতার বিরুদ্ধে দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কদমতলী থানা পুলিশ আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মামলা নং ৭০/৯/১৭ ও ৭১/৯/১৭।
শুনানি শেষে ঢাকা সিএমএম কোর্টের ১১ নং আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ ৮ জনকে প্রত্যেক মামলায় ৩ দিন করে মোট ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন।
জামায়াত নেতাদের আইনজীবী এডভোকেট রোকন রেজা শেখ শীর্ষনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে এডভোকেট রোকন রেজার সঙ্গে এডভোকেট এসএম কামাল উদ্দিন ও এডভোকেট লুৎফর রহমানসহ আরও বেশ কয়েকজন আইনজীবী অংশ নেন।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৮:৪৮ অপরাহ্ণ