স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টের আগে হুট করেই বাদ দেওয়া হয় মাহমুদউল্লাহকে। এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখেই হলো না দলে। নামের পাশে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো টেস্ট দল থেকে ‘বাতিল’। কিন্তু ভাগ্যটা তার পাশেই ছিল, তা না হলে হঠাৎ কেন টেস্ট থেকে বিশ্রাম নেবেন সাকিব আল হাসান। আর এ অলরাউন্ডারের ঘাটতি পোষাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে ডাকা হলো দলে। আর ফিরেই দারুণ এক হাফসেঞ্চুরি করলেন। তাকে বাদ দেওয়া যে কতোটা ভুল সিদ্ধান্ত ছিল তা ভালোভাবেই বুঝিয়ে দিলেন কোচ-নির্বাচকদের।
শনিবার তামিম ইকবালের আউট হওয়ার পর উইকেটে নামেন মাহমুদউল্লাহ। দলের রান তখন ৪ উইকেটে ১৫৮। বাংলাদেশ তখন ফলোঅনের শঙ্কায়। টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হককে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। এরপর মুমিনুল ফিরে গেলে সাব্বিরকে দায়িত্ব কাঁধে নেন মাহমুদউল্লাহ। দায়িত্বশীল ব্যাটিং করে ১০৭ বলে নিজের হাফসেঞ্চুরি করেন তিনি। কাগিসো রাবাদার ফুলটাস বল ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠিয়েই ব্যাট উঁচিয়ে ধরেন মাহমুদউল্লাহ। তবে এখানেই যে থেমে থাকতে চাননা তা বুঝিয়ে দিলেন পরের বলেই। আরও একটি চার মারেন তিনি। এখন পর্যন্ত ৫৯ রানে অপরাজিত আছেন সাইলেন্ট কিলার খ্যাত এ ব্যাটসম্যান। ১১৩ বল মোকাবেলা করে এ রান করতে ১১টি চার মারেন তিনি।
মাহমুদউল্লাহর ব্যাটেই ফলোঅন এড়ানোর পথেই আছে বাংলাদেশ। সঙ্গী হিসেবে পেয়েছেন সাব্বির রহমানকে। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ২৮৭ রান। ফলোঅন এড়াতে তাদের প্রয়োজন আর ১০ রান।
দৈনিক দেশজনতা/এন এইচ