নিজস্ব প্রতিবেদক:
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আকষ্মিক বন্যায় জেলার ঝিনাইগাতি উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার ভোরে পানির তোড়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। শনিবার দুপুর ১২ টা পর্যন্ত মহারশি নদীর বেড়ি বাঁধের ভাঙা ৯টি অংশ দিয়ে উপজেলা পরিষদের আশপাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে দেখা গেছে। এ ঢল অব্যাহত থাকলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আকষ্মিক বন্যার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, পাহাড়ি ঢলের পানিতে উপজেলা সদরসহ আশপাশের প্রায় ২০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নমে গেলে ক্ষয়ক্ষতি’র পরিমাণ জানা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম জানান, ঢলের পানিতে মূলত উপজেলা পরিষদ ও বাজার এলাকা তলিয়ে গেছে। এছাড়া বাজারের আশপাশের নিম্নাঞ্চলও তলিয়ে গেছে। এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের শাখা কমকর্তা সাইফুল ইসলাম খান বলেন, বৃষ্টি ও উজান থেকে ভারতীয় পানি নেমে আসায় নদীর বাঁধের অনেকাংশে ভেঙে যায়।
দৈনিক দেশজনতা/এন এইচ