নিজস্ব প্রতিবেদক:
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব।
আজ দেশের প্রতিটি মণ্ডপে বাজছে বিদায়ের সুর। দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের পূজা-অর্চনা ইতোমধ্যে শেষ করেছেন। একটু পর ঢাকঢোল, খোল-করতাল, কাসর-শঙ্খ বাজিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্গার বিদায়ের আয়োজন শেষ হবে।
শারদীয় দুর্গাপূজার মূল আকর্ষণ দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন অনেকে। ভক্তকূলের ঘরে ঘরে বিষাদ, মন খারাপের আড়াল করে সকাল থেকেই বাংলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা, পুজো, অর্চনা, পুস্পাঞ্জলী দান। তবে এতো কিছুর মধ্যেও দেবী দুর্গার বিসর্জনে যেনো কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য রাজধানীর পলাশী, চকবাজার ও ঢাকেশ্বরী মন্দির থেকে বিসর্জন স্থল সোয়ারী ঘাট পর্যন্ত সড়কগুলো তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার বিকালে ভক্তকূলকে কাঁদিয়ে ঘোড়ায় চড়ে বিদায় নেবেন সনাতন ধর্মাবলম্বীদের (মা) দুর্গা। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় ট্রাক এসে জমা হচ্ছে পলাশীর মোড়ে। বিকাল চারটার মধ্যে ট্রাকগুলো পলাশী ছেড়ে প্রতিমা বিসর্জনের জন্য সোয়ারী ঘাটের দিকে রওয়ানা হবে। লালবাগের এআইজিসহ উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পার্যায়ে নিরাপত্তার দিকটি পর্যবেক্ষণ করছেন।
প্রতি বছরের মতো এবারও সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য এরই মধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় এই দুর্গোৎসব। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটেছিল নৌকায় চড়ে আর আজ বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাঅষ্টমী ও কুমারী পূজা ও শুক্রবার মহানবমী বিহিত পূজা শেষে আজ শনিবার বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন।
সারাদেশে এবার পূজামণ্ডপের সংখ্যা ৩০ হাজার ৭৭টি। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি। এবার অতিরিক্ত ৬৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকায় এবার পূজা হচ্ছে ২৩১টি মণ্ডপে, গত বছর এ সংখ্যা ছিল ২২৯টি।
দৈনিক দেশজনতা /এমএইচ