২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৫

সরকার কুটনৈতিকভাবে এতিম: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

বতর্মান সরকার জনগণের কাছে যেমন এতিম কূটনৈতিকভাবে বিশ্বের কাছেও তেমনি এতিম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে প্রেস ক্লাবে হান্নাশাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সরকার যদি জোরালো ভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে পারতো তাহলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাতে পারতো না। আমরা আশা করবো জাতিসংঘ এমন ব্যবস্থা নিবে যাতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়।
মিয়ানমারের সঙ্গে সকল দেশের ব্যবসা বাণিজ্য বন্ধেরও আহবান জানান তিনি। তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়ে বিএনপি আশাহত। সরকার দেশের প্রধান তিন স্তম্ভকে ধ্বংস করেছে। পার্লামেন্টকে বিচার বিভাগরে সামনে দাঁড় করিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ