১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

মিস বাংলাদেশ জান্নাতুল নাঈম

নিজস্ব প্রতিবেদক:

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। শুক্রবার রাতে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন।

এর আগে জমকালো পরিসরে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা ওঠে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের।

শুরুতেই শিনা চৌহান জমকালো নাচ নিয়ে সামনে আসেন। এরপর মঞ্চে আসেন চূড়ান্ত ১০ জন প্রতিযোগী। যারা ২৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন। যাদের মধ্যে বিজয়ী জান্নাতুন নাঈম যাবেন চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে।

প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ ১০ প্রতিযোগী ছিলেন- রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম।

গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, যাদু শিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিনা চৌহান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ