৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৫

এলজিইডির উদ্যোগে লাগানো হচ্ছে তালগাছ

নিজস্ব প্রতিবেদক:

বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছ রোপণ কর্মসূচি শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রকৌশল দফতরের উদ্যোগে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের হালিরবাজার নামক স্থানে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন। এ সময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর জেলার ছয় উপজেলার ৬০টি ইউনিয়নের গ্রামীণ সড়কে পাঁচ হাজার তাল গাছের বীজ রোপন করা হবে। ইউনিয়ন প্রতি ৮৩টি গাছের বীজ লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, গ্রামীণ সড়কের ধারে তালগাছের বীজ লাগানো হচ্ছে। শুরু হওয়া কর্মসূচি চলমান থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের গুরুত্ব অপরিসীম বলে জানান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ