১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৭

দুদকের পাঁচ জেলার খাস জমি উদ্ধারে অনুসন্ধান

 নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলায় সরকারি জমিতে বিনোদনকেন্দ্রসহ অবৈধ স্থাপনার বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন এসব অবৈধ স্থাপনার তালিকা করে অনুসন্ধান শুরু হয়েছে।

তিনি জানান, এ পাঁচ জেলায় বন বিভাগ, রেলওয়ে ও ওয়াকফ স্টেটের জমি দখল করে বেশ কিছু বাগানবাড়ী, রিসোর্ট, হোটেল, রেস্ট হাউস, পিকনিক স্পট ইত্যাদি গড়ে তোলা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ এসেছে। চলতি সপ্তাহে এসব অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে এসব অবৈধ স্থাপনার তালিকা করে অনুসন্ধান শুরু হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ