১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে আশুলিয়ার গৌরিপুর বটতলা ও আশুলিয়া বাজার থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানার এস আই সহিদুল ইসলাম।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে আশুলিয়ার দোষাইদ এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ করে কয়েকজন বখাটে যুবক। পরে ওই তরুণী ধর্ষণকারী দোষাইদ এলাকার হযরত ভুইয়ার ছেলে ই¯্রাফিল, রাজ্জাক এর ছেলে শরিফুল, র‌্যাংগ গ্রুপের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর ও পলাশ আহমেদ এর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।
গতকাল রাতে আশুলিয়ার গৌরিপুর বটতলা সানটেক্স প্যাকেজিং থেকে জাহাঙ্গীরকে (২০) ও আশুলিয়া বাজার থেকে পলাশ আহমেদকে (২০) আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক জাহাঙ্গীর লালমনিরহাট জেলার লালমনিরহাট থানার কুলাঘাট ধাইলকাটা গ্রামের মৃত আবু তালেবের ছেলে ও পলাশ আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সোনারপাড়া গ্রামের ছপিয়ল সোনার ছেলে।
আটক দুই জনকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে আশুলিয়ার এস আই সহিদুল ইসলাম। তিনি জানান, বাকি দুই আসামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ