নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দেশ ও সংস্থার দেয়া ত্রাণ বিতরণ করে মন্ত্রী-এমপিরা কৃতিত্ব নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিং এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কিন্তু সরকার ও সরকারি দলের আচরণ জাতীয় ঐক্যের অন্তরায়। সরকার নিজের কৃতিত্ব জাহির করতে দেশের সাধারণ মানুষের ত্রাণ তৎপরতাকে নিজেদের বলে দাবি করছে। বিভিন্ন দেশ ও সংস্থার দেয়া ত্রাণ নিজেরা বিলি করে মন্ত্রী এমপিরা কৃতিত্ব নিচ্ছেন। সরকারি তরফে এ পর্যন্ত কোনো ত্রাণ দেয়া হয়নি।
তিনি বলেন, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে রোহিঙ্গাদের দ্রুত সম্মানের সহিত মিয়ানমারে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। এ জন্য দেশে বিদেশে বিষয়টি যেভাবে জোরালোভাবে তুলে ধরা দরকার বাংলাদেশ সরকার তা করতে ব্যর্থ হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রথম দিকে বর্তমান সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে বাধা দিয়েছে। তাদের অদক্ষতার কারণেই হয়তো এটা করেছে। এমনকি রোহিঙ্গাদের গুলি করার ঘটনাও আমরা শুনেছি। তাদের নাগরিত্বসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সম্মানের সাথে স্বদেশে ফেরত দিতে হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তাঁর চিকিৎসা শেষ পর্যায়ে রয়েছে। তিনি দেশে ফিরে আসবেন। দেশে ফিরেই তিনি কক্সবাজারে আসবেন।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশিদ, সমাজকল্যাণ বিষয়ক কামরুজ্জামান রতন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এমএইচ