২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০২

উপজেলা আ.লীগ সম্পাদককে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ‘আপত্তিকর’ বক্তব্য দেয়ায় তাকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি।

ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য। আর জাকিরুল ইসলাম সান্টু উপজেলা পরিষদের চেয়ারম্যান। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের একটা অংশ এমপি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সেখানে সান্টুও উপস্থিত ছিলেন। এরপর বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

বাগমারার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের হল রুমে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন। সভায় উপজেলা নির্বাহী কমিটির ৬২ জন সদস্যের মধ্যে ৪৮ জন উপস্থিত ছিলেন। তারা সান্টুকে বহিষ্কারের সুপারিশ করার জন্য নিজেদের মতামত দেন। এরপরই একটি লিখিত সুপারিশ জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বুধবার রাতে লিখিত সুপারিশ জেলা কমিটিতে পাঠানো হয়েছে। এই সুপারিশের ভিত্তিতে সান্টুর কাছ থেকে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে। তার জবাব দেয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ