নিজস্ব প্রতিবেদক:
‘ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ রোববার সকালে রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে অভিযান চালানো হয়। এ সময় গুলশানের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ও এ নিয়ে সারা দেশে তোলপাড়ের মধ্যে প্রতিষ্ঠানটির শোরুমে অভিযানের তথ্য এলো।
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর ছেলে সাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের একটি শোরুম বন্ধ পাওয়া যায়। এ সময় সেটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান মঈনুল ইসলাম। তিনি আরো জানান, এর মধ্যে শুল্ক গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকে আপন জুয়েলার্সের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য চেয়েছেন।
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
দৈনিক দেশজনতা/এমএইচ /সময়: ২: ০০