নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম এ দিন ধার্য করেন।
মামলার সরকারপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল সাংবাদিকদের বলেন, আজ সেলিম ওসমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তিনি গত ৮ মে হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন নেন। সেই জামিনের মেয়াদ চলতি মে মাসের ২২ তারিখ শেষ হবে বিধায় বিচারক ২৩ মে পর্যন্ত জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
আইনজীবী জানান, গত ২৯ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন সুলতানা সংসদ সদস্য সেলিম ওসমানকে আজ আদালতে হাজিরের জন্য নির্দেশ দেন।
বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রতিবেদন দেওয়া হয়।
ওই প্রতিবেদনে আসামিদের কোনো ঠিকানা উল্লেখ না থাকায় গত ১৯ মার্চ নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে দুজনের ঠিকানা সংগ্রহ করে আদালতে দাখিলের আদেশ দেওয়া হয়।
সেলিম ওসমানের পক্ষে আজ আদালতে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু।
দৈনিক দেশজনতা/এমএইচ/সময়: 1:15