৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তা করতে চায়

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

সরকার চাইলে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এছাড়া বিশ্বব্যাংক প্রতিবেদনটিতে গুণগত কর্মসংস্থান তৈরি বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জমি সংকট, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর অপ্রতুলতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। আর মূল্যস্ফীতি দাঁড়াবে ৬ শতাংশ।
ঢাকায় বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, তাদের (রোহিঙ্গা) শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা একটি অন্যতম চ্যালেঞ্জ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ