১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

এরশাদ সিএমএইচ’এ ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার রাতে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়।

জাতীয় পার্টির মহানগর সম্পাদক এস এম ইয়াসির আলী জানান, মঙ্গলবার রাতে দলীয় সভায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভর এরশাদ। এসময় তাকে দ্রুত সিএমএইচ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে দেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান ইয়াসির আলী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ