নিজস্ব প্রতিবেদক:
সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। সফল অস্ত্রোপ্রচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল (place of residence ) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ন সুস্থ আছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক দেশজনতা /এমএইচ