১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ড্র ,জয় পেয়েছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে পুরো স্পটলাইটটা নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের জার্সিতে নিজের ৪০০তম আর উয়েফার ১৫০তম ম্যাচটি জোড়া গোলে স্মরণীয় করে রেখেছেন পর্তুগিজ বরপুত্র। তাতে বুরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ৩-১ এ হারিয়ে রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের আনন্দের দিনে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্ককে তারা হারিয়েছে ২-০ গোলে। তবে ড্র করেছে লিভারপুর। স্পার্তাক মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ এ ড্র করে তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে লিভারপুল পুরো পয়েন্টই হারাতে বসেছিল। তবে ভাগ্য ভালো বলতে হবে তাদের। ২৩ মিনিটে ফার্নান্দোর গোলে মস্কো এগিয়ে গেলেও ৩১ মিনিটে সেই গোল পরিশোধ করেন কুতিনহো। দুই ম্যাচে দুটিতেই ড্র করে ২ পয়েন্ট ‘ই’ গ্রুপে লিভারপুলের অবস্থান দ্বিতীয়। সমান পয়েন্ট নিয়ে মস্কোর অবস্থান তৃতীয়। এই গ্রুপে শীর্ষে আছে সেভিয়া।

এদিকে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটির। মঙ্গলবার রাতে শাখতারকে তারা হারায় ডি ব্রুইন ও রাহিম স্টার্লিংয়ের গোলে। প্রথমজন ম্যাচের ৪৮ মিনিটে এবং দ্বিতীয়জন গোল করেছেন ৯০ মিনিটে।

দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে জয় পেয়েছে টটেনহাম হটস্পার, বেসিকতাস, পোর্তো, নেপলি ও সেভিয়া। টটেমহাম ৩-০ গোলে হারিয়েছে আপোয়েল নিকোশিয়াকে। লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে বেসিকতাস। অন্যদিকে পোর্তো ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। নেপলি ৩-১ গোলে হারিয়েছে ফেইনুর্ডকে । মারিবোরকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ