আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতিতে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হামলার পর ওই ফিলিস্তিনি বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করা হয়।
এ বিষয়ে স্থানীয় একজন ইসরায়েলের আর্মি রেডিওকে জানান, ওই বন্দুকধারী একটি শ্রমিকদলের সঙ্গে ওই বসতিতে প্রবেশ করে। এর পর লোকজনের ওপর গুলি চালায়। তখন ওই হতাহতের ঘটনা ঘটে।
দৈনিক দেশজনতা /এন আর