১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিবের গাড়িচালককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তাকে।

গতকাল সোমবার থেকেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানায় এলজিআরডি মন্ত্রণালয় সূত্র। সমবায় অধিদপ্তরের গাড়িচালক বোবুল মোল্লা এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন। রবিবার হেয়ার রোডে উল্টো পথে চালানোর কারণে ভারপ্রাপ্ত সচিবের ওই গাড়িকে জরিমানা করা হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যেই গতকাল সোমবার আবার উল্টো পথে গাড়ি চালান বাবুল মোল্লা। এদিনও জরিমানার মুখে পড়ে গাড়িটি।

রবিবার হেয়ার রোডে উল্টো পথের গাড়ি আটকানোর অভিযানে ধরা পড়ে জরিমানা দেয় সমাজক্যলাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান সরকারের গাড়িও। এ ছাড়া সচিব, বিচারক, পুলিশের উর্ধ্বতন কর্মকতা, সাংবাদিকেরসহ ৪০টি গাড়িকে জরিমানা করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ