২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

পুঁজিবাজারের গতিবিধি নিয়ে বিভ্রান্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের গতিবিধি ঠিক কোনদিকে যাচ্ছেÑতা নিয়ে বিভ্রান্তি রয়েই গেছে। একদিন সূচক বাড়ছে তো লেনদেন কমছে। আবার পরদিন সূচক কমছে তো লেনদেন অনেক বেড়ে যাচ্ছে। বিনিয়োগকারীরাও বুঝে উঠতে পারছেন না কী করবেন। গত সপ্তাহে পুঁজিবাজারে একদিন সূচক ১৮ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে।

প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্রয় চাপে সাপোর্টহীন হয়ে পড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। টানা ৫ কার্যদিবসে অব্যাহত পতনে বৃহস্পতিবার দিনশেষে ডিএসই’র সাধারণ মূল্য সূচক সাড়ে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক শ্রেণির বিনিয়োগকারী রয়েছে বাংলাদেশে। কিছু বিনিয়োগকারী রয়েছেন যারা অন্য পেশায় থাকলেও পুঁজিবাজার বোঝেন ও সবসময় খোঁজ-খবর রাখেন। তারা নিয়মিত লেনদেন না করলেও দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করেন। ক্যাপিটাল গেইনের পাশাপাশি বছর শেষে ডিভিডেন্ডÑদুইভাবেই মুনাফা করেন তারা। সংখ্যায় কম হলেও প্রকৃত অর্থে এরাই বিনিয়োগকারী।

আর একটি শ্রেণি রয়েছে, যাদের মূল পেশাই শেয়ার ব্যবসা। এরা প্রতিদিন বাজারে আসেন; নিয়মিত লেনদেন করেন। বাজার তেমন না বুঝলেও অন্যের পরামর্শে এক শেয়ার বিক্রি করে অন্যটা কেনেন। গুজবে কান দিয়ে লেনদেন করেন। বছরের পর বছর ব্যবসা করেও তারা তেমন সুবিধা করতে পারেন না। পুঁজিবাজারে ধস নামলে এই শ্রেণিটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পুঁজিবাজারে এই শ্রেণির বিনিয়োগকারীর সংখ্যাই বেশি।

আরেক শ্রেণির বিনিয়োগকারী রয়েছেন, তারা বিভিন্ন কাম্পানির শেয়ার ডিভিশনের কর্মকর্তার সঙ্গে ভালো যোগাযোগ রাখেন। মূল্য সংবেদনশীল তথ্য আগেই জেনে যান তারা। নিশ্চিত খবর পেয়ে বিনিয়োগ করে ভালো মুনাফাও বের করে নেন। সংখ্যায় অল্প হলেও এরা বেশ পেশাদার। এ ব্যবসা করেই এক সময় অনেক সম্পদের মালিক হয়ে যান। দেশের পুঁজিবাজারে এরাই সবচেয়ে সুবিধাভোগী।

গত পাঁচ সপ্তাহ ধরে পুঁজিবাজারে নেতিবাচক ধারা চলছে চলছে। মাঝে দু-একদিন একটু চাঙ্গাভাব ফিরলেও আবার গত পাঁচ কার্যদিবস থেকে নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। বাজার নিয়ে বিনিয়োগকারীরা খুব বেশি আশাবাদী হতে পারছেন না। কারণ সামনের দিনগুলোয় বাজারের গতিবিধি কোনদিকে যাবে তা পূর্বানুমান করাও সম্ভব হচ্ছে না। অনেকের বিনিয়োগ আটকে গেছে। পোর্টফোলিও নেগেটিভ থাকায় তারা বের হয়েও আসতে পারছেন না। ফলে ক্ষুদ্রবিনিয়োগকারীরা বাজার ইতিবাচক হওয়ার অপেক্ষা করছেন।

বর্তমান বাজার নিয়ে হযরত আমানতশাহ সিকিউরিটিজ লিমিটেড ডিএসইর অনুমোদিত প্রতিনিধি দেবাশীষ সাহার অবশ্য বলেছেন, বাজার তার স্বাভাবিক গতিতে চলছে। উত্থান-পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কিছুই নেই। তাই গুজবে কান না দিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগের আহ্বান জানান।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৪, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ