১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

বিদ্যুতায়িত গৃহকর্তাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রী ও প্রতিবেশির

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার চরকুশলী গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০)। স্থানীয়রা জানান, চরকুশলী গ্রামের নজরুল শেখ তার বাড়িতে পানির মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তার স্ত্রী নাজমা বেগম চিৎকার করে স্বামীকে ছাড়াতে গেলে তিনিও তারে জড়িয়ে যান। পরে প্রতিবেশী শ্রীবাস খাঁ তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রীবাস খাঁ ও নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত  নজরুল শেখ ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ২:৪৮ অপরাহ্ণ