১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

আজ রোহিঙ্গা শরণাথী শিবির পরিদর্শনে গেছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে আজ কক্সবাজার গেছেন। মঙ্গলবার বিকালে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান। ফখরুল বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। মায়ানমার সরকারের বর্বর হামলায় বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে বিরোধী দল বিএনপি শুরু থেকেই সোচ্চার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ