১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

চালকের কানে ফোন, বাসচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুবকদিয়া এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫)। তাদের সবার বাড়ি ডাঙ্গী ইউনিয়নে।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস ভবকদিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়।

এ সময় রাস্তার পাশে থাকা তিন ব্যক্তি বাসটির নিচে চাপা পড়ে মারা যান। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, চালক মোবাইলে কথা বলছিলেন। এই কারণেই হয়তো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করে।

লাশগুলো উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত ১৫ জনকেও সেখানে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই স্থানে একটি স্পিড বেকারের দাবিতে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ২:৩৮ অপরাহ্ণ