১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- মনির হোসেন (৪৫), মো. ইলিয়াস হোসেন (৩৫) ও জোসনা বেগম (৩০)।

সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেগুনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে করে তাদের আটক করা হয়। মঙ্গলবার ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সুজিত সরকার ও কাজী এনায়েতের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ