৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

কুষ্টিয়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ৪ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বর ও কনের বাবার ১৫দিন এবং বরের দুই দুলাভাইকে ৭দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে স্থানীয় মাতব্বরকে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবাদত হোসেন এ দন্ডাদেশ দেন। আদালতের বিচারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবাদত হোসেন জানান, সোমবার দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের পুর্ব আব্দালপুর গ্রামের চেতন মন্ডলের মেয়ে দশম শ্রেনীর শিক্ষার্থী পুর্ণিমার সাথে জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া এলাকার তৈজুদ্দিন শেখের ছেলে (বর) মুসা উদ্দিনের সাথে বিয়ের আয়োজন করে। বাল্য বিয়ের এমন খবর পেয়ে কনের বাবা, বর ও তাদের দুই দুলাভাইকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বর মুসা উদ্দিন ও কনের বাবা চেতন মন্ডলকে ১৫দিন করে এবং ঈদবার আলী ও রাশেদুল ইসলাম নামের বরের দুই দুলাভাইকে ৭দিন করে কারাদন্ড এবং ওমর আলী নামের স্থানীয় মাতব্বরকে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এসময় বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজী ফারুখ সিদ্দিকী পালিয়ে গেলেও তাকে আটক করা হবে বলেও জানান তিনি। সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন জানান, সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের পুর্ব আব্দালপুর গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়ীতে গিয়ে দেখি বরযাত্রী সবাই খাওয়া দাওয়া করছে। এমন সময় বর ও কনের বাবাসহ কয়েকজনকে আটক করে পুলিশ। তবে বিয়ে পড়ানোর নিযুক্ত সদ্য কারামুক্ত কাজী ফারুখ সিদ্দিকী পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত উপস্থিত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ