নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডাকাতির ১ সপ্তাহের মধ্যেই ৬ লাখ সাড়ে ১৯ হাজার টাকাসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিসি ফরিদ উদ্দিন জানান, ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় ওই ডাকাতির ঘটনাটি ঘটেছিল। ডাকাত দল সেদিন একজন ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়। যিনি মতিঝিলের একটি ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়ে যাচ্ছিলেন।
মামলার পর যাত্রাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখারুজ্জামানের তত্ত্বাবধানে প্রযুক্তির সাহায্য নিয়ে রোববার রাতে আক্তার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আওলাদ হোসেনকে গ্রেফতার করা হয়। দু’জনের তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার ডাকাত দলটি আরেকটি ডাকাতির জন্য যাত্রাবাড়ীর কনকর্ড টাওয়ার এলাকায় প্রস্তুতি নিচ্ছে।
এরপর সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের আরো ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. ওয়াসিম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. বাদল হোসেন জহির, মো. ইসমাইল প্রধান বাবু ও মো. আনিস। এ সময় পালিয়ে যায় আরো ৪-৫ জন ডাকাত। এ পুলিশ কর্মকর্তা আরো জানান, ডাকাতদের গ্রেফতারের সময় তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
গ্রেফতারদের কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, চারটি ছোরা, প্রেস লেখা একটিসহ ৩টি মোটরসাইকেল এবং অবিস্ফোরিত চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ডিসি ফরিদ উদ্দিন।
দৈনিক দেশজনতা /এমএইচ