১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানিতে ছোটন শেখ (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজলোর আড়ুয়াকান্দি পাকা মসজিদের পাশে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়। ছোটন শেখ ২০১৮ সালে ওড়াকান্দি মিড উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

তার বড় ভাই সজীব শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আড়ুয়াকন্দি উত্তরপাড়া পাকা মসজিদের পাশে নুরু মোল্লা, মনির মোল্লা, শফিকুল মোল্লা ও সাকিব মোল্লা ছোটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকরা ছোটনের মাথার জখম গুরুতর বলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন।

কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নুর জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ