২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

নড়াইলে সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রাজ্জাক (৫৯) সাপের কামড়ে মারা গেছেন। রোববার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাফিল হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বাড়ি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। রাত ১০টার দিকে গরুর খড় নেওয়ার সময় তাকে সাপে কামড়ায়। এরপর তাকে নলদী ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। ঝাড় ফুঁক করেও শরীর থেকে বিষ বের করতে না পারায় প্রধান শিক্ষককে নড়াইল সদর হাসপাতলে নেওয়া হয়। সদর হাসপাতালে কোনো ভ্যাকসিন না থাকায় তাকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাক বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বলেও জানান ইসরাফিল হোসেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ