২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৫

লিবিয়ায় মার্কিন বিমান হামলা, ১৭ আইএস নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ১৭ সদস্য নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশটিতে হামলা করল যুক্তরাষ্ট্র। খবর: আলজাজিরার।

লিবিয়ায় আইএসের মরুঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ছয়টি বিমান এ হামলা চালায়। এতে ১৭ জন আইএস জঙ্গি নিহত ও তাদের তিনটি যান ধ্বংস হয়ে যায়। রোববার ইউএস আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিরতে শহর আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর ২৪০ কিলেমিটার দূরে একটি ঘাঁটিতে লিবিয়ার সরকারি বাহিনীর সহায়তায় হামলা করা হয়। এই ঘাঁটি থেকে আইএসের সদস্যরা লিবিয়ায় হামলা করে থাকে এবং অস্ত্র ভাণ্ডার রয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি সর্বশেষ লিবিয়ায় হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শপথ নেয়ার একদিন আগে করা ওই হামলায় আইএসের ৮০ জন নিহত হন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:১৬ পূর্বাহ্ণ