১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে নতুন করে যুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদকে। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞায় থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘অতীতের ব্যর্থ নীতিগুলো (যেগুলো দেশের প্রতি অনাকাঙ্ক্ষিত হুমকি) অব্যাহত রাখতে পারব না আমরা।’ ‘আমার সর্বোচ্চ বাধ্যবাধকতা হলো আমেরিকার জনগণের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া; ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা জারির পর, আমি পবিত্র এই বাধ্যবাধকতা পূর্ণ করতে পেরেছি।’
ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না ইরাকি নাগরিকরা। তবে তাঁদের কড়া নজরদারিতে রাখা হবে। চলতি বছরের মার্চে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞার শেষ সময়সীমা ছিল রোববার সন্ধ্যা পর্যন্ত। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট সেটিকে বর্ধিত করলেন। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৮ অক্টোবর থেকে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, আগের নিষেধাজ্ঞার মতো এবারটায় বিমানবন্দরে ঝামেলা তৈরি হবে না। এ নিয়ে তাঁরা বিভিন্ন দেশের সরকার ও সংস্থার সঙ্গে কাজ করেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ