১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে একসঙ্গে কাজ করছে ওয়াইমো ও ইন্টেল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

স্বয়ংক্রিয় ব্যবস্থার যানবাহন তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ওয়াইমো ও ইন্টেল। স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেতৃত্বদানকারী এ দুটি প্রতিষ্ঠান অংশীদারত্বের ভিত্তিতে এ ধরনের যানবাহন তৈরির চেষ্টা করবে।

ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্র্যাজিক এক ব্লগ বার্তায় এ তথ্য জানান। ইন্টেল মূলত ওয়াইমোর স্বয়ংক্রিয় গাড়ির হার্ডওয়্যার তৈরিতে ভূমিকা রাখছে। এক ব্লগ পোস্টের মাধ্যমে ওয়াইমো থেকে বলা হয়েছে, তাদের প্রকৌশলীরা স্বয়ংক্রিয় গাড়িতে ইন্টেলের প্রসেসরসহ আরও নানা প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে ইন্টেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
ব্রায়ান ক্র্যাজিক একটি ব্লগ পোস্টে লিখেছেন, এই অংশীদারত্বমূলক চুক্তি এটাই নিশ্চিত করে যে ইন্টেল ভবিষ্যতের জন্য নিরাপদ এবং সংঘর্ষমুক্ত স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে তাদের নেতৃস্থানীয় ভূমিকা অব্যাহত রাখবে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ