মোঃ রাশেদুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :
“যৌন হয়রানিকে না বলুন সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের যৌন হয়রানি নির্মূলে কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নাটোর শহরের বনবৈলঘুরিয়া শহীদ রেজা উন নবী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল আইটি হল রুমে এই কর্মশালায় যৌন হয়রানি বন্ধ করতে কি করণিয় সে বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের সামনে ছাত্রীদের যৌন হয়রানি বন্ধে করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া জন্য সকলকে এই আলোচনার মাধ্যেমে আহ্বান করা হয় । আলোচনায় বক্তব্য রাখেন বনবৈলঘুরিয়া শহীদ রেজা উন নবী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকা রোজিনা ফেদৌস , ব্র্যাকের অফিসার মোঃ ফিরোজ কবির, আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক ইউপি মহিলা সদস্য মোছাঃ দিলরুবা হায়দার , ৫নং ওযার্ড ইউ পি সদস্য আঃ আজিজ, মোহনা টিভির নাটোর জেলা প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রাশেদুল ইসলামসহ শিক্ষক, ব্যবসায়ী ,ছাত্রী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় একটি কমেটি তৈরী করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা আরো বলেছেন, যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণ, সাইবার বুলিংএগুলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। এর ফলে শিক্ষার্থীরা স্কুল থেকে ঝরে পড়ে এবং বাল্যবিয়ের শিকার হন। পুরুষতান্ত্রিক মানসিকতা, সমাজে ও পরিবারে নারীর প্রতি সম্মানের অভাবের প্রতিফলন হিসেবে যৌন হয়রানি, সাইবার বুলিং সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হয়েছে। এর মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার যেমন: নারীর শিক্ষার অধিকার, চলাচলের অধিকার সর্বোপরি বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচেছ। হয়রানিকারীদের কুরুচিপুর্ণ বিকৃত মানসিকতার শিকার হয়ে কিশোরী মেয়েদের আত্মহনন উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের সকলের কাম্য। এ ধরনের নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র সকল পর্যায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দকেও যুক্ত করতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ