৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৫

আত্রাইয়ে উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ বাবা-মাকে খুঁজছে

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উদ্ধার হওয়া ছোট্ট শিশু আব্দুল্লাহ তার মা-বাবাকে খুঁজছে। অভিভাবকহীন ওই শিশুটিকে নিয়ে গত ২০ দিন থেকে আশ্রয়দাতা চরম বিপাকে পড়েছেন।

জানা যায়, গত কুরবানী ঈদের তিনদিন পর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরমে ঘুরাফিরা করছিল ছোট্ট শিশু আব্দুল্লাহ। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার পর সে পিছু নেয় আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের ভিক্ষুক শাহাদৎ হোসেনের। অসহায় শিশুটির প্রতি মমত্ববোধ দেখিয়ে তিনি তাকে বাড়িতে নিয়ে যান। আশ্রয়দাতা ভিক্ষুক শাহাদৎ হোসেনের দেয়া তথ্য অনুযায়ী শিশুটির নাম আব্দুল্লাহ, পিতা আব্দুল কাদের, গ্রাম দততলা, থানা ফুলপুর ও জেলা- ময়মনসিংহ। সে কিভাবে এখানে এসেছে তা শিশুটি বলতে পারছে না।

এদিকে গত ২০দিন যাবৎ আশ্রয় দিয়ে রাখা শাহাদৎ হোসেনের কর্ম ভিক্ষাবৃত্তি হওয়ায় তার ভরণপোষণ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। তাই তিনি গত কয়েকদিন আগে শিশুটিকে নিয়ে আসেন আত্রাই থানায়।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, আমরা শিশুটির ছবিসহ খুদে বার্তা ময়মনসিংহ থানায় পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এদিকে শিশু আবদুল্লাহকে নিয়ে বিভিন্ন স্থানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন শাহাদৎ হোসেন। কিন্তু কেউ তার আশ্রয় দিতে রাজি না হওয়ায় এখন চরম বিপাকে পড়েছেন শাহাদৎ হোসেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ