১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলার সদর উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। উপজেলার বরুনকান্দি এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ইকরতারা গ্রামের আব্দুস জব্বারের ছেলে সোহেল রানা (২৫) এবং উপজেলার বরুনকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাসুদ পারভেজ (২৭)। দুজনই  মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ওসি তৌরিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে এসপি ট্রাভেলস ‘ঢাকা মেট্রো ব-১১-১০৮৭’ বাসটি শহরের বাইপাস বরুনকান্দী এলাকায় পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে পড়ে যায়।

তিনি আরো জানান, পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুইটি লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১:৪০ অপরাহ্ণ