২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৬

ভারত-পাকিস্তান বোর্ডের দিকে তাকিয়ে আইসিসি

স্পোর্টস ডেস্ক:

আইসিসির টেস্ট ও একদিনের লিগ আটকে আছে ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কের কারণে । পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে হুমকি দিয়েছে বিসিসিআই যদি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তবেই তারা নয়া লিগের চুক্তিতে সই করবে।

নটি দেশ আইসিসির টেস্ট লিগে খেলবে। আর তেরোটি দেশ খেলবে একদিনের লিগে। এই লিগে ভারত এবং পাকিস্তানেরও খেলার কথা। কিন্তু পাক বোর্ডের সাফ কথা, লিগের বাইরে যে আট মাস ফাঁকা থাকবে তাতে তাদের সঙ্গে ভারতকে খেলতে হবে। তা না হলে তারা লিগে খেলতে রাজি নয়।

আইসিসিও আশা করছে এই সমস্যার সমাধান হবে। যদিও বিসিসিআই এখনও কোনও উত্তর দেয়নি। ফলে জট কাটবে কি না তা নিয়ে কিন্তু ধোঁয়াশাই থাকল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ