১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

বিনোদন ডেস্ক:

গুণী সংগীতশিল্পী খুরশীদ আলম। তিনি চার শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। এখনো নিয়মিত গান করছেন। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এ ব্যক্তিত্ব। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসরে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজাজ খান স্বপন। তিনিই অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন।

আজীবন সম্মাননা প্রসঙ্গে খুরশীদ আলম বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়া নিঃসন্দেহে খুব আনন্দের বিষয়। আমি চ্যানেল আই পরিবারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমাকে আজীবন সম্মাননা দেওয়ার জন্য যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।’ ইজাজ খান স্বপন জানান, ৬ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দুপুর ২টার সংবাদের পর চ্যানেল আইতে প্রচার হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১:১৪ অপরাহ্ণ