১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

রেইন ট্রিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম।

এর আগে, শনিবার সকাল ১০টার দিকে হোটেলটি পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন।

নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কক্ষে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে সেই কক্ষ দুটি আজ বন্ধ ছিল তবে আমরা বাইরে থেকে দেখেছি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা আমাদের প্রতিবেদনে সব কিছু উল্লেখ করবো।নজরুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ওই প্রতিবেদনে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।

N/A

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৯:২৩ অপরাহ্ণ