২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু অস্ত্র পরীক্ষার জেরে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমিয়ে দিচ্ছে। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, পয়লা অক্টোবর থেকে উত্তর কোরিয়ায় পরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া গ্যাস থেকে রূপান্তরিত তরল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির ওপর শিগগিরই নিষেধাজ্ঞা জারি করা হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, চীন উত্তর কোরিয়া থেকে বস্ত্র আমদানির ওপরও নিষেধাজ্ঞা দেবে।
জাতিসংঘ সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে চীন দেশটি থেকে এরই মধ্যে কয়লা, লৌহ আকরিক, সামুদ্রিক মাছ ও অন্য কিছু পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে । বস্ত্রই ছিল উত্তর কোরিয়ার হাতে থাকা শেষ সম্বল। নতুন নিষেধাজ্ঞার ফলে সেটি বিক্রিও বন্ধ হয়ে যাচ্ছে।

চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ হয়। এর ফলে এত দিন পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে গণতান্ত্রিক কোরিয়ার প্রজাতন্ত্রের বেগ পেতে হয়নি।
চীনা নেতারা দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছিল উত্তর কোরিয়া। তবে কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর ছেলে কিম জং-উনের নেতৃত্বাধীন সরকারের ওপর দেশটি দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ