১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২২

ফেসবুক লাইভে আসবেন মেয়র আনিসুল

নিজস্ব প্রতিবেদক :

দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন।
মেয়র আনিসুল হকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আনিসুল হক গত বছরের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন এবং ১৪ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’য়ও মেয়রের লাইভ ব্রডকাস্ট দেখা যাবে।
আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গেভাগাভাগি করবেন। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেরর ফেইসবুক পেইজ https://www.facebook.com/AmraDhaka/
N/R
প্রকাশ :মে ১৩, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ