১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

সাতক্ষীরায় এক নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় ১’শ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ মনিরা খাতুন (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মনিরা খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক লাফিয়া খানম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরা খাতুনকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১শ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তবে, এ সময় একই বাড়ি থেকে আশরাফুল ইসলাম নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানান তিনি। এ ঘটনায় আশরাফুল ইসলামকে পলাতক দেখিয়ে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ