আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী হারিকেন মারিয়ার তাণ্ডবে ডমিনিকা প্রজাতন্ত্রে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন।
তবে হারিকেনের ভয়াবহতার তুলনায় হতাহতের সংখ্যা নগণ্য বলে জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট পাঁচ মাত্রার এই হারিকেনটি শুরুতে পুয়ের্তো রিকোয় আঘাত হানে। এরপর এটি ৪ মাত্রায় নেমে এসে ডমিনিকা উপকূলে আছড়ে পড়ে।
হারিকেন মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকশ স্থাপনা। পুয়ের্তো রিকোয় এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো দ্বীপটি। এখনও বেশিরভাগ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে আছে। ফলে বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও পরিবহন সেবা।
এ অবস্থায় বুধবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে পুয়ের্তো রিকো কর্তৃপক্ষ। ৯০ বছরের ইতিহাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এতো ভয়াবহ তাণ্ডব দেখা যায়নি।
দৈনিক দেশজনতা/এন আর